আজ: সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ইং, ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ এপ্রিল ২০২৫, বুধবার |

kidarkar

দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি।

বুধবার (২ এপ্রিল) দুপুরে ঈদের শুভেচ্ছা ও ঈদ পুনর্মিলনীর উদ্দেশে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শনে গিয়ে বাড্ডা থানা পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থা বা জঙ্গিবাদের উত্থান নিয়ে নিউইয়র্ক টাইমসে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। বলা হচ্ছে, বাংলাদেশে উগ্র মৌলবাদের উত্থান হচ্ছে। এ ধরনের উত্থান দমন এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোথায় কী বলা হলো সেটা সম্পর্কে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না। তবে বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কিছু দেখছেন? কোনো কিছুই হয় নাই। আল্লাহ্ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন যদি কোনো ধরনের সমস্যা হয় আমরা জনগণকে সঙ্গে নিয়ে একসঙ্গে মোকাবিলা করবো।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনটির ব্যাখ্যার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ৫ আগস্টের পর কিছুদিন তো সরকারই ছিল না। এরপর থেকে পরিস্থিতি তো আস্তে আস্তে উন্নতি হচ্ছে। পুরোনো ঘটনাগুলো তুলে ধরলে তো হবে না। আস্তে আস্তে সবকিছুর উন্নতি হচ্ছে, আরো উন্নতি হবে।

‘শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা মোটামুটি সেটিসফাইড। কিন্তু আরও উন্নতির অবকাশ রয়েছে। আস্তে আস্তে আরও ভালোর দিকে নিয়ে যেতে হবে। এর জন্য আমরা সবাই মিলে চেষ্টা করবো।’

বিভিন্ন থানা পরিদর্শনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, আজকে থানা ভিজিটের উদ্দেশ্য ছিল সবার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করা। সবার ছুটি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ছুটি হয় না। এজন্য তাদের সঙ্গে দেখা করা, তাদের খোঁজখবর নেওয়া এবং তাদের সমস্যাগুলো জানতেই এই পরিদর্শন। সব থানার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। কিন্তু বিভিন্ন থানা ভাড়া বিল্ডিংয়ে হওয়ায় কতগুলো সমস্যা দেখা গেছে। এগুলো (থানাগুলো) যত তাড়াতাড়ি আমরা নিজস্ব জায়গায় স্থানান্তর করতে পারি ততো ভালো।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.