আজ: সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ইং, ১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ এপ্রিল ২০২৫, রবিবার |

kidarkar

ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন

মোসাদ্দেক হোসেন সাইফুল, ফ্রান্স থেকে : ফ্রান্সে বাংলাদেশি মূলধারার সাংবাদিকদের সংগঠন ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন (এফবিজেএ) এর দুই বছরের মেয়াদী প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

এসোসিয়েশনের সদস্যদের সরাসরি ভোটে মোহাম্মদ মাহবুব হোসাইন সমন্বয়ক, মোহাম্মদ কামরুজ্জামান সহ সমন্বয়ক, মোহাম্মদ আরিফ উল্লাহ মুখপাত্র এবং মোসাদ্দেক হোসেন সাইফুল সহ মুখপাত্র হিসেবে নির্বাচিত হন।

শনিবার প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটিতে কোষাধ্যক্ষ পদে হাবিবুল্লাহ ফাহাদ, যোগাযোগ ও জনসংযোগ সেল প্রধান: নিয়াজ মাহমুদ,সদস্য তানভীর আহমেদ তোহা,প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন সেল প্রধান নাজমুল হাসান রাজু, সদস্য এম এ হাশেম (টিভি ও মাল্টিমিডিয়া), আবদুল্লাহ আল মামুন (প্রিন্ট),পরিকল্পনা ও ইভেন্ট ব্যবস্থাপনা সেল প্রধান মোমিন বিন মাহমুদ আনসারী ও সাধারণ সদস্য সরদার হাসান ইলিয়াছ তানিম,জাকির হোসাইন,ইয়াসির আরাফাত খোকন, সাইফুল ইসলাম ও মো. মামুনুর রশীদের নাম ঘোষনা করা হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এফবিজেএ ফরাসি মূলধারা এবং বাংলাদেশ কমিউনিটির সাংবাদিকদের মধ্যে সহযোগিতা ও পেশাগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

তারা আরও জানান, সংগঠনটি দুই দেশের সাংবাদিকদের মধ্যে পেশাগত সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.