আজ: শনিবার, ১২ এপ্রিল ২০২৫ইং, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ এপ্রিল ২০২৫, সোমবার |

kidarkar

বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল ও মুনমুন

বিনোদন ডেস্ক : ঈদ যেতেই লেগে যায় বিয়ের ধুম। সে দিক থেকে ব্যতিক্রম নয় দেশের তারকারাও। দুই-এক দিনের ব্যবধানে পর পর বিয়ে দেখল শোবিজঅঙ্গন। যেমন, অভিনেতা শামীম হাসান সরকার বিয়ে করেন গত শুক্রবার। একইদিনে আবার সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাবা খান। তাদের সকলের বিয়েতে উচ্ছ্বসিত যেন ভক্তরাও।

তাদের বিয়ের রেশ না কাটতেই এবার বিয়ের পিঁড়িতে বসলেন ছোটপর্দার অভিনেতা জামিল হোসেন। অভিনেত্রী মুনমুন আহমেদ মুন-এর সঙ্গে অভিনেতার দীর্ঘদিনের প্রেম পূর্ণতা পেল এবার।

এদিকে অভিনেতা নিজে বিয়ের খবর নিশ্চিত করলেও তার আগে সামাজিক মাধ্যমে তাদের বিয়ের একটি ভিডিও প্রকাশ্যে আনেন অভিনেত্রী মনিরা মিঠু।

রোববার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয় বলে জানা গেছে। এদিন রাতেই সামাজিক মাধ্যমে স্ত্রী মুনের সঙ্গে ছবি প্রকাশ করে অভিনেতা লিখেছেন ‘আলহামদুলিল্লাহ’।

ভক্তদের পাশাপাশি তাদের জন্য শুভকামনা জানিয়েছেন শিল্পীরাও। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা রওনক হাসান, অভিনেত্রী শাহনাজ খুশি, সালহা খানমস নাদিয়াসহ অনেকে।

জামিলের স্ত্রী মুন একজন ছোট পর্দার অভিনেত্রী। তারা একসঙ্গে জুটি বেঁধে বেশকিছু নাটকে কাজ করেছেন। আর সেখান থেকেই তাদের পরিচয়; তা অবশেষে ঘটল পরিণয়ে।

বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন মুন। এরপর নাম লেখান টিভি নাটকে। অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.