আজ: সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ইং, ১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ এপ্রিল ২০২৫, সোমবার |

kidarkar

ট্রেজারি বিল-বন্ডে ব্যক্তি খাতের বিনিয়োগে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ বিনিয়োগের অন্যতম উৎস হিসেবে ট্রেজারি বিল ও বন্ডের জনপ্রিয়তা বাড়ছে। সঞ্চয়পত্রের মতো এই বন্ড ও বিলগুলো দিয়ে সরকার ঋণ নেয় এবং ব্যাংকের সুদহার বাড়তে থাকার কারণে বর্তমানে ট্রেজারি বিল ও বন্ডের সুদহারও বেড়েছে। ব্যাংকের সুদের চেয়ে বেশি সুদ পাওয়া যাচ্ছে এই পণ্যে, যার ফলে গত অর্থবছরে এসব পণ্যে বিনিয়োগ বেড়েছে প্রায় ৫১ হাজার ৫১৪ কোটি টাকা বা ১০ দশমিক ৫১ শতাংশ। এ সময় ব্যক্তি খাতের বিনিয়োগও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে ট্রেজারি বিল ও বন্ডে মোট বিনিয়োগের পরিমাণ ছিল ৫ লাখ ৪১ হাজার ২৭৭ কোটি টাকা। আগের অর্থবছরের বিনিয়োগ ছিল ৪ লাখ ৮৯ হাজার ৭৬৩ কোটি টাকা। গত অর্থবছরে ব্যক্তি খাতে বিনিয়োগের পরিমাণ ছিল ৩ হাজার ৯৭৩ কোটি টাকা, যা মোট বিনিয়োগের শূন্য দশমিক ৭৩ শতাংশ। আগের অর্থবছরে এই পরিমাণ ছিল এক হাজার ১০২ কোটি টাকা, যা ছিল মোট বিনিয়োগের শূন্য দশমিক ২৩ শতাংশ।

বেসরকারি ব্যাংকগুলোর একজন এমডি জানান, সাধারণত ট্রেজারি বিল-বন্ডের সুদ হার ব্যাংক আমানতের চেয়ে ৫০ পয়সা বা এক টাকা কম থাকে। তবে বর্তমানে ট্রেজারি বিল-বন্ডের সুদ বেড়ে যাওয়ায় ব্যক্তি খাতের বিনিয়োগের প্রবণতা বেড়েছে। যদিও এখনো সবচেয়ে বেশি বিনিয়োগ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে।

প্রাইমারি ডিলার (পিডি) ব্যাংকগুলোর বিনিয়োগ ছিল ৩৮ দশমিক ৬৫ শতাংশ, এবং নন-প্রাইমারি ডিলার (নন-পিডি) ব্যাংকগুলোর বিনিয়োগ ছিল ২৮ দশমিক ৬৭ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের বিনিয়োগ ছিল ১৫ দশমিক ৬৮ শতাংশ, যা আগের অর্থবছরে ছিল ২৬ দশমিক ৬৩ শতাংশ।

এছাড়া, আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ স্থিতি বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৫৩ কোটি টাকায়, যা মোট বিনিয়োগের শূন্য দশমিক ২৫ শতাংশ। আমানত বিমা ট্রাস্টের বিনিয়োগ রয়েছে দুই দশমিক ৮৭ শতাংশ, সাধারণ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিনিয়োগ রয়েছে শূন্য দশমিক ২৫ শতাংশ, এবং লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিনিয়োগ রয়েছে পাঁচ দশমিক ৫০ শতাংশ।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.