আজ: রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ইং, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ এপ্রিল ২০২৫, সোমবার |

kidarkar

নতুন উদ্যোক্তাদের সহায়তায় ৯০০ কোটি টাকার তহবিল গঠন: গভর্নর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সোমবার (৭ এপ্রিল) একটি চারদিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের প্রথম দিন সেমিনারে এক বক্তব্যে নতুন উদ্যোক্তাদের জন্য ৮০০-৯০০ কোটি টাকার তহবিল গঠন করার কথা জানান। এটি শুধুমাত্র নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য নির্ধারিত হবে এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এই তহবিল বিতরণ করা হবে।

গভর্নর ড. মনসুর বলেন, বাংলাদেশ শুধু বাণিজ্যের জন্য নয়, বিনিয়োগের জন্যও একটি উপযুক্ত গন্তব্য। তিনি উল্লেখ করেন যে, ৯৫ শতাংশ স্টার্টআপই ব্যর্থ হয়, তবে তারপরও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্টার্টআপদের সহযোগিতা দেওয়া হচ্ছে এবং একদিন সফলতা আসবে বলেও আশা ব্যক্ত করেন।

এছাড়াও, সেমিনারে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দেশের ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকার কাজ করছে। এরই মধ্যে সাবমেরিন কেবলের ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমানো হয়েছে এবং মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের নীতি সহায়তা দেওয়া হচ্ছে যাতে উন্নত সেবা প্রদান করা সম্ভব হয়।

তিনি আরও জানান, বর্তমান সরকার কোনোভাবেই ইন্টারনেট শাটডাউন করবে না এবং ভবিষ্যতে ইন্টারনেট বন্ধ করার সুযোগ না পাওয়ার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এ ধরনের পদক্ষেপগুলো বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং উদ্যোক্তা সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.