আইপিও ও সংশ্লিষ্ট আইন সংস্কারে টাস্কফোর্সের খসড়া সুপারিশে জনমত চায় বিএসইসি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের কাঠামোগত উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সংস্কার নিশ্চিত করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক গঠিত ‘পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’ সম্প্রতি Initial Public Offering (IPO) and Related Laws বিষয়ে একটি খসড়া সুপারিশ কমিশনের নিকট উপস্থাপন করেছে।
এই প্রেক্ষাপটে, উক্ত খসড়া সুপারিশের ওপর সংশ্লিষ্ট সব অংশীজন—বিনিয়োগকারী, ইস্যুয়ার, ব্রোকার, গবেষক ও বাজারসংশ্লিষ্ট পেশাজীবীদের কাছ থেকে মতামত আহ্বান করেছে বিএসইসি।
সোমবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি এ তথ্য নিশ্চিত করেছে।
কমিশন মনে করে, টাস্কফোর্সের সুপারিশসমূহ বাস্তবায়নের আগে গঠনমূলক মতামত গ্রহণ করলে তা আরও বাস্তবসম্মত ও কার্যকর নীতিমালায় রূপ নিতে পারবে।
বিএসইসি জানিয়েছে, দেশের পুঁজিবাজারকে আধুনিক, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করে গড়ে তুলতে টাস্কফোর্সের প্রস্তাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টদের সক্রিয় অংশগ্রহণই এই প্রক্রিয়াকে সফল করতে পারে বলে কমিশন আশাবাদী।
মতামত পাঠানোর শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ এপ্রিল ২০২৫। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এবং সম্পর্কিত আইন’ বিষয়ে টাস্কফোর্স প্রদত্ত সুপারিশের উপর মতামত প্রেরণের জন্য ই-মেইল ঠিকানা: suggestion.iporules@sec.gov.bd