মার্চ মাসে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪.২৫ বিলিয়ন ডলারে

নিজস্ব প্রতিবেদক : ২০২৫ সালের মার্চ মাসে বাংলাদেশের রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে ৪.২৫ বিলিয়ন ডলারে, যা ২০২৪ সালের মার্চ মাসে ছিল ৩.৮১ বিলিয়ন ডলার। এক বছরের ব্যবধানে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১১.৪৪ শতাংশ।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) বাংলাদেশ রপ্তানি খাতে প্রশংসনীয় উন্নতি করেছে।
আলোচ্য সময়ে মোট রপ্তানি আয় হয়েছে ৩৭.১৯ বিলিয়ন ডলার, যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের ৩৩.৬১ বিলিয়ন ডলারের তুলনায় ১০.৬৩ শতাংশ বৃদ্ধি।
এনবিআর জানিয়েছে, বাংলাদেশের রপ্তানি খাতের প্রধান ভিত্তি হিসেবে পরিচিত তৈরি পোশাক খাত (আরএমজি) পূর্বের মতোই শীর্ষ অবস্থান ধরে রেখেছে।
২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে ৩০.২৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০.৮৪ শতাংশ বেশি।
শুধু মার্চ মাসেই এখাতে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩.৪৫ বিলিয়ন ডলার, যা গত বছরের মার্চে ছিল ৩.০৭ বিলিয়ন ডলার। এ হিসাবে ১২.৪০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।