আজ: রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ইং, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ এপ্রিল ২০২৫, সোমবার |

kidarkar

ব্র্যাক ব্যাংক উদ্যোক্তা ১০১-এর অধীনে ব্র্যাক ও ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেন ৬৮ জন নারী উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক: ব্র্যাক ব্যাংকের উদ্যোক্তা অ্যাক্সেলারেটর প্রোগ্রাম ‘উদ্যোক্তা ১০১’-এর অধীনে সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন ৬৮ জন নারী উদ্যোক্তা। নারী উদ্যোক্তাদের গ্র্যাজুয়েশন উপলক্ষ্যে পৃথক পৃথক অনুষ্ঠানেরও আয়োজন করে ব্যাংকটি।

ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ৩৮ জন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ৩০ জন নারী উদ্যোক্তা সফলভাবে ‘উদ্যোক্তা ১০১’ কোর্স সম্পন্ন করেছেন। এসব উদ্যোক্তারা বাংলাদেশের এসএমই ইকোসিস্টেমকে আরো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে বিশ্বাস করে ব্র্যাক ব্যাংক।

ব্র্যাক ইউনিভার্সিটির অনুষ্ঠানটির আয়োজন করা হয় ২০ ফেব্রুয়ারি ২০২৫ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অনুষ্ঠানটির আয়োজন করা হয় ২৭ ফেব্রুয়ারি ২০২৫।

এই অ্যাক্সেলারেটর প্রোগ্রামটি বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়নে, বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

এই অনন্য প্রোগ্রামটির লক্ষ্য হলো, সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধি করে তাঁদের ব্যবসায়কে টেকসই ও বিস্তৃত করে তোলা।

তিন মাসব্যাপী এই সার্টিফিকেশন কোর্সে ছিল ব্যবসায়, অর্থনীতি ও ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির পাশাপাশি টিম বিল্ডিং, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং বিজনেস ফ্যাক্টরি ভিজিটের মতো ব্যবসায়ের নানান গুরুত্বপূর্ণ বিষয়। এই কোর্সের গ্র্যাজুয়েটরা এখন ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সঙ্গে একটি তিন মাসব্যাপী মেন্টরশিপ প্রোগ্রামে যুক্ত হবেন, যা তাঁদের ব্যবসায় উদ্যোগের কৌশলগত দক্ষতা আরো বৃদ্ধি করবে। নতুন উদ্যোক্তাদের মার্কেটের বাস্তব অভিজ্ঞতা দিতে তাঁদের জন্য এই দুটি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজনেস লিডাররা আয়োজিত গ্র্যাজুয়েশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন দুই বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বার, যাদের মধ্যে ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড ডিরেক্টর অব দ্য উইমেন এমপাওয়ারমেন্ট সেল ড. নুসরাত হাফিজ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন অব দ্য ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড অন্ট্রাপ্রনারশিপ প্রফেসর ড. মাসুম ইকবাল।

ব্র্যাক ব্যাংকের ‘উদ্যোক্তা ১০১’ এমন একটি উদ্যোগ, যা নারীদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে এবং প্রয়োজনীয় দক্ষতা ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে টেকসই ব্যবসায় গড়ে তুলতে সহায়তা করে যাচ্ছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.