আজ: বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ইং, ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার |

kidarkar

মনস্তাত্ত্বিক চাপে শেয়ারবাজার, পর্যবেক্ষণে বড় বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: ট্রাম্পের শুল্কনীতির চাপে রয়েছে গোটা বিশ্বের শেয়ারবাজার। সেই চাপ থেকে মুক্ত নয় বাংলাদেশের শেয়ারবাজারও। বাংলাদেশের শেয়ারবাজারের বিনিয়োগকারীরাও কিছুটা মনস্তাত্বিক চাপে রয়েছেন। যে কারণে বাজার কিছুটা ঊর্ধ্বমুখী হয়েই ফের নিম্নমুখী প্রবণতায় টার্ন নিচ্ছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের প্রথম দিন রোববার শুল্কনীতির চাপ ভালোভাবে সামলিয়েছে বাংলাদেশের শেয়ারবাজারের সাহসী বিনিয়োগকারীরা। পরের দিন (সোমবার) পতনের চাপ অতিক্রম করে বেশ উত্থানের পথে অগ্রসর হয়। কিন্তু শেষ বেলায় নেতিবাচক প্রবণতার বৃত্তেই আটকে থাকে প্রধান শেয়ারবাজার।

আজ তৃতীয় দিনও (মঙ্গলবার) দিনের প্রথম ভাগে এবং মধ্যভাগে বাজার ইতিবাচক প্রবণতায় টার্ন নেয়। শক্তিমত্তাও বেশ ভালো দেখা যায়। কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে অজানা উদ্বেগ কাজ করায় বাজার কিছুটা সামনে যেতেই গতি রোধ হয়ে যায়। বাধা পেয়ে ফের পেছনের দিকে ধাবিত হয়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এমনিতেই বাজারের অন্তর্নিহিত গতি শক্তিশালী নয়, তারপর বিনিয়োগকারীরাও মানসিক দোলাচলের মধ্যে রয়েছেন, যে কারণে বাজার ইতিবাচক অবস্থানে গিয়েও সামনে এগুতে পারছে না। শেষ বেলায় দুর্বল হয়ে পেছনের দিকেই ফিরে আসছে।

তবে বাজারের সামগ্রিক গতি-প্রকৃতি খারাপ নয়। নেতিবাচক হলেও সহনীয় পর্যায়ে রয়েছে বাজার। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর দাম পতনও স্বাভাবিক ধারায় রয়েছে। বড় ধরনের বিপর্যয় নেই। আবার লেনদেনের গতিও ইতিবাচক। রোববারের তুলনায় সোমবার লেনদেন বেশি হয়েছে। আবার সোমবারের তুলনায় আজ মঙ্গলবারও লেনদেনের গতি ইতিবাচক রয়েছে।

এদিকে, বড় বিনিয়োগকারীরা বাজার পর্যবেক্ষণ করছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, বড় বিনিয়োগকারীরা ইতিবাচক হলেই বাজার ঘুরে দাঁড়াবে।

আজ (মঙ্গলবার) ডিএসইর প্রধান সূচকের পতন হয়েছে ১০.৮৭ পয়েন্ট। আগের কর্মদিবস সোমবার প্রধান সূচক কমেছিল ৮.৪৮ পয়েন্ট। তবে সূচক কমলেও লেনদেন বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৬৯ কোটি ৮৯ লাখ টাকার। আজ লেনদেন হয়েছে ৪৮৩ কোটি ৬১ লাখ টাকার।

আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১০ কোটি ১৪ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯২টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৪.০৬ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই বেড়েছিল ০.৭৯ পয়েন্ট।

১ টি মতামত “মনস্তাত্ত্বিক চাপে শেয়ারবাজার, পর্যবেক্ষণে বড় বিনিয়োগকারীরা”

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.