আজ: বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ইং, ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার |

kidarkar

এসএসসি পরীক্ষা শুরু

শেয়ারবাজার ডেস্ক : চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টায় এই পরীক্ষা শুরু হয়, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। চলতি বছর পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী। সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা আয়োজনে এরই মধ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার।

শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সূচি অনুযায়ী প্রথমদিন বৃহস্পতিবার (১০ এপ্রিল) দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা বোর্ডের অধীন কুরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডের বাংলা-২ (দাখিল ও ভোকেশনাল) পরীক্ষা হচ্ছে। সব বোর্ডের প্রথমদিনের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এদিকে, পরীক্ষার্থীদের জন্য অবশ্য পালনীয় ১৪টি নির্দেশনা দিয়েছে স্ব স্ব শিক্ষা বোর্ড। এর মধ্যে ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ, মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ যেসব ডিভাইস নিয়ে পরীক্ষার কক্ষে প্রবেশ করা যাবে না সেগুলোর তালিকা অন্যতম।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.