বিশ্ব পুঁজিবাজারে বড় উত্থান

আন্তর্জাতিক ডেস্ক : বিভিন্ন দেশের উপর আরোপ করা রিসিপ্রোকাল ট্যারিফ নামের পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করার খবরে ঝড়ো হাওয়ার ঝাপটা লেগেছে বিশ্বপুঁজিবাজারে। বহুল আলোচিত ও বিতর্কিত ওই শুল্ক প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ার পর থেকে বিভিন্ন দেশের পুঁজিবাজারে সূচক উর্ধমুখী হতে থাকে।কোনো কোনো বাজারে প্রথমে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে রুদ্ধশ্বাস দৌড় শুরু হয়। পরে এশিয়ার বিভিন্ন দেশের বাজারেও তার প্রভাব পড়ে। কোনো কোনো বাজারে চার বছরের মধ্যে সর্বোচ্চ সূচক বেড়েছে। সি্এনবিসির এক সংবাদে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।
এর আগে পাল্টা শুল্ক আরোপের ঘোষণায় বিশ্বের দেশে দেশে পুঁজিবাজারে বড় দর পতন হয়েছিল। প্রবল উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল বিনিয়োগকারীদের মধ্যে।গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে নিজেই বাড়তি পাল্টা শুল্ক প্রত্যাহার করার এ তথ্য জানিয়েছে ট্রাম্প। এতে তিনি লিখেছেন, ৯০ দিনের জন্য পালটা শুল্ক স্থগিত করেছি। এই সময়ে ১০ শতাংশ পালটা শুল্ক কার্যকর থাকবে। ট্রাম্পের নতুন সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ট্রাম্প অসাধারণ সাহস দেখিয়েছেন।
তিনি বলেন, আমরা বিশ্বের সমস্ত দেশকে জানিয়েছিলাম- পালটা ব্যবস্থা না নিলে তোমরা পুরস্কৃত হবে। সুতরাং, যারা আলোচনায় আসতে চায়, আমরা তাদের কথা শুনতে প্রস্তুত।
ট্রাম্পের এই ঘোষণার পর মার্কিন শেয়ারবাজারে ডাউ সূচক এক লাফে ২ হাজার ২০০ পয়েন্ট বা ৫.৯ শতাংশ বেড়ে গেছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৯.৫২ শতাংশ এবং নাসডাক সূচক ৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। গত সপ্তাহে ট্রাম্প যে উচ্চ শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছিলেন, তা বাজারে ধস নামিয়েছিল।
এর আগের চার কার্যদিবসে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১২ শতাংশ লোকসানে ছিলো। করোনা মহামারির পরে এমন পতন আর দেখা যায়নি বলে সিএনবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিলো। আলোচ্য চার দিনে ডাউ সূচক ৪ হাজার ৫০০ পয়েন্টের বেশি হারিয়েছিলো। এছাড়া নাসডাক ১৩ শতাংশের বেশি পতন হয়েছিলো।