অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে ম্যারিকো

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি সমাপ্ত সময়ের ঘোষণাকৃত অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
আলোচ্য সময়ের জন্য কোম্পানিটি অন্তর্বর্তী ১০০০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। সে হিসেবে কোম্পানিটির প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১০০ টাকা করে ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) পেয়েছেন শেয়ারহোল্ডাররা।