ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে বিএনপির সংহতি র্যালি শুরু

শেয়ারবাজার ডেস্ক : গাজা ও রাফায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ডাকা বিএনপির সংহতি র্যালি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৪ টা ৫০ মিনিটে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালি শুরু হয়েছে।
এদিন পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সমাবেশ ও র্যালিতে যোগ দিতে দুপুর থেকেই নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ আশেপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে স্লোগানে, প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিলে মিছিলে আসতে দেখা যায়।
নৃশংসতার চিত্র ফুটিয়ে তুলতে অনেককে কাফনের কাপড় পরে আসতে দেখা যায়। আবার কেউ কেউ নিয়ে এসেছেন প্রতিকি লাশ। নেতাকর্মীদের হাতে ছিলো ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা, কপালে ছিলো প্যালেস্টাইনের স্বাধীনতা ব্যান্ড।
সংহতি র্যালিতে নেতাকর্মীদের ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’ ‘জিয়ার সৈনিক, এক হও, এক হও’ ‘ইসরায়েলি পণ্য, বয়কট বয়কট’ সহ নানা স্লোগান দিতেও দেখা যায়।
এর আগে, গাজা ও রাফায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই সমাবেশ ও র্যালির ঘোষণা দেয় বিএনপি। একযোগে রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে পালন করা হচ্ছে এ কর্মসূচি। র্যালিটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটর গিয়ে শেষ হবে।