কারখানা বন্ধই রাখছে সাফকো স্পিনিং, লোকসান বেড়েই চলেছে

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং মিলস লোকসান সামাল দিতে সাময়িকভাবে বন্ধ রাখা কারখানার কার্যকাল আরও দুই মাস বাড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৩ ফেব্রুয়ারি সাফকোর কারখানা পরিদর্শনে গিয়ে তা বন্ধ অবস্থায় পায় ডিএসইর তদন্ত দল। পরে ১২ ফেব্রুয়ারি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, তারা ১ ফেব্রুয়ারি থেকে উৎপাদন বন্ধ করেছে, যা প্রাথমিকভাবে দুই মাস চলবে বলে জানানো হয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও উৎপাদন চালু হয়নি। বরং আরও দুই মাস কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
সাম্প্রতিক ব্যবসায়িক পরিস্থিতিও ভালো নয় সাফকোর। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ২০২৪) কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৯ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ২ টাকা ৯৯ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় কমেছে ৬ টাকা ৮ পয়সা বা ২০৩ শতাংশ।
লোকসান ঠেকাতে কারখানা বন্ধ রাখা হলেও, বাস্তবে তা কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিনিয়োগকারীদের মধ্যে।