আজ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ইং, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ এপ্রিল ২০২৫, রবিবার |

kidarkar

সামিট করপোরেশনে নতুন সিএফও

নিজস্ব প্রতিবেদক: ইমতিয়াজ ইবনে সাত্তার (ইমতিয়াজ) সম্প্রতি সামিট কর্পোরেশন লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

সামিট কর্পোরেশন লিমিটেড হলো সিঙ্গাপুরে নিবন্ধিত সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের (এসপিআই) শতভাগ মালিকানাধীন একটি প্রতিষ্ঠানযা বাংলাদেশে সর্ববৃহৎ স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান (আইপিপি) এবং অন্যতম প্রধান এলএনজি অবকাঠামো অপারেটর। ইমতিয়াজ সামিট কর্পোরেশনের সামষ্টিক অর্থ বিভাগকে নেতৃত্ব দেবেন।

যেখানে তিনি প্রকল্প অর্থায়নরিস্ক ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজের পাশাপাশি বিনিয়োগকারীঅর্থদাতা ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রনকারী কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। ইমতিয়াজ সামিট কর্পোরেশন লিমিটেডের পরিচালনা পর্ষদ এবং সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের উচ্চতর নেতৃত্বের কাছে রিপোর্ট করবেন।

এর আগে তিনি আট বছরেরও বেশি সময় বাংলাদেশের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিএফও হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি ৪ বিলিয়ন মার্কিন ডলারের ব্যালান্স শিট তত্ত্বাবধান করেছেন। একই সময়ে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের শক্তিশালী পুঁজি কাঠামো বজায় রেখে ১৩% কমন ইক্যুইটি টিয়ার ১ (সিইটি ১) রেশিও, AAA ক্রেডিট রেটিং এবং অডিটে সন্তোষজনক ফলাফল অর্জন নিশ্চিত করেন। ২০১৬ সালেতিনি কানাডা-ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগোল্ডেন ওক কেয়ারের পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে যোগ দেন। সেখানে তিনি কর্পোরেট কাঠামো গঠনব্যবসায় পরিকল্পনা প্রণয়নআর্থিক পরিচালনা মডেল তৈরির পাশাপাশি বিনিয়োগকারী ও ঋণদাতাদের কাছে প্রস্তাব উপস্থাপন করেন। এরপর তিনি কানাডায় স্কশিয়া ব্যাংকে একটি প্রকল্পের অধীনে ২৬০ বিলিয়ন কানাডিয়ান ডলারের বেশি রিটেইল অ্যাসেট পোর্টফোলিওর জন্য নতুন রিস্ক স্কোর মডেল চালু করেন। এই প্রকল্পটির অধীনে স্কশিয়া ব্যাংক OSFI কর্তৃক নির্ধারিত রেগুলেটরি রিমেডিয়েশন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামিট কর্পোরেশনে যোগদানের আগে তিনি কানাডায় একটি ট্যাক্স পরামর্শক প্রতিষ্ঠানে কনসালট্যান্ট ছিলেন।

ইমতিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি সিঙ্গাপুরের ইনসিড বিজনেস স্কুল থেকে এক্সিকিউটিভ লিডারশিপ ডেভেলপমেন্ট কোর্স করেন। ব্যক্তিগত সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবেইমতিয়াজ জাগো ফাউন্ডেশনের স্কুলের সঙ্গে যুক্ত হয়ে ঢাকার বস্তিতে সুবিধাবঞ্চিত তরুণদের আর্থিক স্বাক্ষরতা বিষয়ে শিক্ষা দান করেন। এছাড়াতিনি কানাডিয়ান ব্যাংকিং ইনস্টিটিউশনের উদ্যোগে স্তন ক্যানসার সচেতনতা দৌড়ে অংশগ্রহণ করেছেন। ইমতিয়াজের ফুটবলবিশ্ব ইতিহাসঅর্থনীতি ও এর বিবর্তনের পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণের ব্যাপারে তাঁর গভীর আগ্রহ রয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.