আজ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ইং, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ এপ্রিল ২০২৫, রবিবার |

kidarkar

আগামীতে করহারে বৈষম্য থাকবে না : এনবিআর চেয়ারম্যান

শেয়ারবাজার ডেস্ক : বিভিন্ন করহারের জন্য বিপাকে করদাতারা এমন অভিযোগের ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আগামীতে করহারে বৈষম্য থাকবে না। তিনি বলেন, বৈষম্যহীন কর ব্যবস্থার দিকে এগোচ্ছে এনবিআর। এ লক্ষ্যে আমাদের কাজ চলমান।

পাশাপাশি অটোমেশনের বাধাও দূর করার আশ্বাস দেন তিনি।

রোববার (১৩ এপ্রিল) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা চেম্বার, দৈনিক সমকাল এবং চ্যানেল ২৪-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘প্রাক-বাজেট আলোচনা ২০২৫-২৬: বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমানসহ শীর্ষ কর্মকর্তারা।

এনবিআর চেয়ারম্যান বলেন, কর আদায় কম, এটাকে বাড়াতে হবে। আমরা চাই কিছু কিছু বাড়িয়ে কাঙিক্ষত রাজস্ব আদায় করতে। দেশের ১ কোটি ১৪ লাখ টিনধারী, এদের দুই তৃতীয়াংশ রিটার্ন দেয় না। যা নিয়ে তিনি বলেন, আগামী বছর করযোগ্য সবার জন্য রিটার্ন বাধ্যতামূলক।

তিনি বলেন, অনেকে অভিযোগ দিচ্ছেন অটোমেশনের মূল বাধা এনবিআর থেকে, এটার সঙ্গে আমি একমত। কিন্তু আগামীতে এ রাস্তা দূর করতে সর্বোত্তম কাজ করছি, সামনে এ বাধার কোনো সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন, আগামীতে আমাদের মূল রাজস্ব আসবে আয়কর ও ভ্যাট থেকে, শুল্ক থেকে না। শিল্প খাতের উন্নয়নে অনেকেই কর অবকাশ চান তাদের জন্য বলছি, কর অবকাশ নিয়ে চিন্তা করার কারণ নেই। আমরা কর অবকাশ বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখছি।

বৈষম্যহীন কর হবে এমনটা জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা সবক্ষেত্রেই করহার সমান করার লক্ষ্যে কাজ করছি। আগামীতে এটা আমরা করবো। আগামীতে করহারে বৈষম্য থাকবে না, বৈষম্যহীন কর ব্যবস্থার দিকেই আমরা এগোচ্ছি।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.