আজ: শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ইং, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ এপ্রিল ২০২৫, রবিবার |

kidarkar

র‍্যাংগস ই-মার্টে শুরু হলো LG AC CURNIVAL

নিজস্ব প্রতিবেদক:   র‍্যাংগস ই-মার্টের গুলশান-২ শোরুমে উদ্বোধন করা হলো এসি কার্নিভাল ক্যাম্পেইন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মি. জেরাল্ড চুন, মি. আশিকুল ইসলাম (হেড অব কনজিউমার ইলেকট্রনিক্স, এলজি বাংলাদেশ), এলজি ইলেকট্রনিক্স এর ইকো সলিউশন হেড মি. শাহরিয়ার রেজা। র‍্যাংগস ইমার্ট থেকে উপস্থিত ছিলেন মি. ইয়ামিন শরীফ চৌধুরী, ডিভিশনাল ডিরেক্টর; মি. ইরাজ এইচ. সিদ্দিকী, সিওও; মোঃ রাশেদুল ইসলাম, হেড অব বিজনেস; মি. গোলাম আজম খান, হেড অব সেলস; এবং মি. তাসকিন হোসাইন, হেড অব মার্কেটিং এবং মি. রায়হান আহমেদ, হেড অব প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জেরাল্ড চুন বলেন, “র‍্যাংগস ই-মার্ট এসি কার্নিভাল আমাদের গ্রাহকদের উন্নত সেবা এবং বিশ্বমানের পণ্য সরবরাহের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আমাদের গ্রাহকদের কাছে সর্বাধুনিক প্রযুক্তি সহজলভ্য করার পাশাপাশি, তাঁদের চাহিদা পূরণে আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।

ক্যাম্পেইনটি সম্পর্কে ইয়ামিন শরীফ চৌধুরী- ডিভিশনাল ডিরেক্টর বলেন, “র‍্যাংগস ই-মার্ট সবসময় গ্রাহকদের সর্বোচ্চ মানের পণ্য এবং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এসি কার্নিভাল ক্যাম্পেইন আমাদের সেই অঙ্গীকারেরই একটি মাইলফলক, যা গ্রাহকদের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সামারকে সামনে রেখেই আমাদের এই উদ্যোগ, যেন ক্রেতারা তাদের পছন্দের যেকোন ব্র্যান্ডের এসি সহজেই নিতে পারেন। ক্রেতাদের সুবিধার্থে র‍্যাংগস ইমার্টের এই কার্নিভালে থাকছে ৬টি ব্র্যান্ড এলজি, হাইসেন্স, প্যানাসনিক, হুন্দাই, দাইকিন এবং তোশিন র‍্যানকন সহ আরও অনেক প্রিমিয়াম গ্লোবাল ব্র্যান্ড এর ৪৮,৫০০-১,৪০,০০০ পর্যন্ত মূল্যের ২৩ টিরও বেশি এসি। এই কার্নিভালে আরও থাকছে দুর্দান্ত অফার সহ প্রিমিয়াম ব্র্যান্ডের এসি জিতে নেয়ার সুবর্ন সুযোগ, ২৪ ঘন্টার মধ্যে ফ্রি ইন্সটলেশন সুবিধা, নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের এসিতে এক্সটেন্ডেড ওয়ারেন্টি, এসি ফ্রি ক্লিনিং সার্ভিস, ফ্রি ডেলিভারি এবং ২৪ মাস পর্যন্ত ০% ই এম আই সুবিধা। আমরা বিশ্বাস করি, এই ক্যাম্পেইন গ্রাহকদের জন্য একটি সময়োপযোগী আয়োজন।

অনলাইন কেনাকাটা ও ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন rangsemart.com.bd/
অথবা ১৬৬০৭ হটলাইন নম্বরে যোগাযোগ করুন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.