আজ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ইং, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ এপ্রিল ২০২৫, রবিবার |

kidarkar

লেক্সার এর সাথে স্টোরেজে গতি আনুন, পারফরম্যান্সে আস্থা রাখুন

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল যুগে গতি আর নির্ভরযোগ্যতা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা সবাই জানি। ঠিক এই চাহিদাকে মাথায় রেখে লেক্সার নিয়ে এসেছে তাদের নতুন প্রজন্মের ইন্টারনাল এসএসডি, যেগুলো পারফরম্যান্স, স্টোরেজ আর দীর্ঘস্থায়ীত্ব – সবদিক থেকেই একধাপ এগিয়ে।

লেক্সার-এর এসএসডি গুলোর মধ্যে থাকছে উন্নত এনভিএমই প্রযুক্তি, যা আগের যেকোনো সাটা এসএসডি থেকে অনেক গুণ দ্রুত। দারুণ রিড- রাইট স্পিডের পাশাপাশি পাওয়া যাবে হিট কন্ট্রোল টেকনোলজি, যাতে আপনার ডিভাইস থাকে ঠান্ডা, আর কাজ চলে অবিরাম।

হেভি ইউজার, গেমিং কিংবা কন্টেন্ট ক্রিয়েশনের কাজ—সবকিছুতেই পাওয়া যাবে ফাস্ট অভিজ্ঞতা জেন ৪ এসএসডির মাধ্যমে। লেক্সার জেন ৪ এনভিএমই এসএসডির গুলোর মধ্যে রয়েছে এনকিউ৭৯০ ৫০০ জিবি, এনএম৭৯০ ১টিবি, ২টিবির ভেরিয়েন্ট।

কম পাওয়ার কনজাম্পশন, স্ট্যাবল পারফরম্যান্স আর ভ্যালু-ফর-মানি অভিজ্ঞতা—সব মিলে এনএম৬২০ সিরিজ এসএসডি আপনার পুরনো জেন৩ সিস্টেমেও আনবে নতুন প্রাণ। মিলবে ৫১২ জিবি ও ১ টিবি ভেরিয়েন্টে।

লেক্সার তার গ্রাহক সেবা ও ওয়ারেন্টি সম্পর্কে বেশ সুনাম অর্জন করেছে যা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করছে গ্লোবাল ব্রান্ড পিএলসি। পারফরম্যান্স ও ভরসার প্রতীক লেক্সার এর নতুন এসএসডি গুলো দিয়ে আপনার পিসি বা ল্যাপটপে আনতে পারে নতুন অভিজ্ঞতা। এখনই আপগ্রেড করুন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.