আজ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ইং, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ এপ্রিল ২০২৫, রবিবার |

kidarkar

মানবাধিকার নিয়ে ইউসিবিডি আয়োজিত সেমিনারে মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল স্টাডিজ কোর্সের অংশ হিসেবে সম্প্রতি নিজেদের ক্যাম্পাসে মানবাধিকার নিয়ে সেমিনার আয়োজন করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের (ইউসিবিডি) শিক্ষার্থীরা। সেমিনারে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ ও অঞ্চলের মানবাধিকার সংকট ও এর সমাধানে শিক্ষার্থীদের প্রতিশ্রুতি তুলে ধরা হয়।

মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়, যেমন নারী ও কন্যাশিশুর অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, প্রবাসী শ্রমিকদের অধিকার, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার এবং একটি ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে এনজিওগুলোর ভূমিকা নিয়ে গঠনমূলক আলোচনা করা ছিল এ সেমিনার আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের (ইউসিবিডি) প্রেসিডেন্ট ও প্রোভোস্ট অধ্যাপক হিউ গিল এবং অ্যাকাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক মুহাম্মদ ইসমাইল হোসেন। তারা শিক্ষার্থীদের আয়োজনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার উদ্যোগকে স্বাগত জানান। এরপর শিক্ষার্থীদের উপস্থাপনা পর্ব শুরু হয়।

অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন ইউএনএফপিএ’র ন্যাশনাল প্রোগ্রাম অফিসার ফর জেন্ডার অ্যান্ড হিউম্যান রাইটস আবু সাইয়েদ সুমন, ইউনেস্কো পিস আর্টিস্ট ও বিবি প্রোডাকশন্সের প্রতিষ্ঠাতা বিবি রাসেল এবং বিডিআরসিএস’র পরিচালক সায়মা ফেরদৌসী।

এ বিষয়ে ইউএনএফপিএ’র জেন্ডার অ্যান্ড হিউম্যান রাইটস বিষয়ক ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আবু সাইয়েদ সুমন বলেন, “জাতিসংঘ সরকারকে প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন করতে সহায়তা করছে। পাশাপাশি সুশীল সমাজ, তরুণ ও নাগরিকদেরও তাদের অধিকার দাবি করার ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ নারী তাদের জীবনে কোনো না কোনো সহিংসতার শিকার হয়েছেন। এরমধ্যে গত ১২ মাসে ৪১ শতাংশ নারী সহিংসতার শিকার হয়েছেন। এসব পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে যে, আমাদের তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া প্রয়োজন। আমরা বিভিন্ন সংস্কার কমিশনের সাথে সক্রিয়ভাবে কাজ করছি; যেখানে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আলোচনায় তুলে আনতে প্রযুক্তিগত সহায়তা প্রদান করছি। পরামর্শ প্রদান, তথ্য সংগ্রহ ও নীতিগত সম্পৃক্ততার মাধ্যমে আমরা সরকারের উদ্যোগের সাথে ঘনিষ্টভাবে কাজ করছি, যেন আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড এবং দেশের নারী ও শিশুদের জন্য ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা যায়।”

এসময় ইউনেস্কো আর্টিস্ট ফর পিস ও বিবি প্রোডাকশনের প্রতিষ্ঠাতা বিবি রাসেল স্থানীয় ও বৈশ্বিক সমস্যা মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরাই এদেশের ভবিষ্যৎ। তোমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও অর্জনগুলো প্রচার করবে। দেশজুড়ে শিল্পী ও তাদের কাজ খুঁজে বের করবে এবং তাদের দক্ষতাকে বিশ্বের সামনে তুলে ধরবে। মানবাধিকার, শিশু পাচার ও বাল্যবিবাহের মতো সমস্যাগুলোর ক্ষেত্রে সচেতনতা তৈরিতে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তোমরাই বাংলাদেশের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি ও মানবিক মর্যাদার মূল্যবোধকে সমুন্নত রাখতে পারবে।”

মূল বক্তব্যের পর ছিল প্রশ্নোত্তর পর্ব, যেখানে শিক্ষার্থীরা সরাসরি বক্তাদের কাছে মানবাধিকার সুরক্ষার অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করেন।

গ্লোবাল স্টাডিজ বিভাগের অনুষদ সদস্য দেওয়ান মুহাম্মদ নূর এ ইয়াজদানির সংক্ষিপ্তসার উপস্থাপনার মাধ্যম সেমিনারটি শেষ হয়। উল্লেখ্য, দেওয়ান মুহাম্মদ নূর এ ইয়াজদানি এ আয়োজনে শিক্ষার্থীদের মেন্টর হিসেবে ভূমিকা রাখেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.