আজ: শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ইং, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ এপ্রিল ২০২৫, সোমবার |

kidarkar

৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো এবি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংক পিএলসি ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। রোববার (১৩ এপ্রিল) ব্যাংকের ১০৪টি শাখা এবং ৫৭টি উপ-শাখায় এক আনন্দমুখর উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, এবি ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলনসহ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ব্যাংকের স্বতন্ত্র পরিচালক শফিকুল আলম, মোঃ এস্কান্দার মিয়া এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) সৈয়দ মিজানুর রহমানের উপস্থিতে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে, এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ তাঁদের বক্তব্যে ব্যাংকের শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মী, শুভাকাঙ্ক্ষীগণ ও নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহকে ব্যাংকের প্রতি তাদের অব্যাহত সমর্থন ও বিশ্বাসের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.