বিপিএল টিকিট বিক্রিতে দুর্নীতি: বিসিবিতে দুদকের অভিযান

স্পোর্টস ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ ইউনিট আজ মঙ্গলবার হঠাৎই অভিযান চালিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিট বিক্রিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এই অভিযান পরিচালনা করছে দুদক।
আজ দুপুরে দুদকের ঢাকা কার্যালয় থেকে একটি বিশেষ দল বিসিবি কার্যালয়ে যায় এবং পুরোনো নথিপত্র খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
সূত্র জানায়, বিপিএলের টিকিট কালোবাজারি এবং টিকিট বিক্রির অর্থে অনিয়মের অভিযোগ রয়েছে বিসিবির নিরপত্তাকর্মীসহ সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে। এর আগে বিসিবি জানিয়েছিল, এবারের বিপিএলে টিকিট বিক্রি থেকে মোট সোয়া ১৩ কোটি টাকা আয় হয়েছে।
এছাড়া সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধেও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার, ক্রিকেট বোর্ডে দুর্নীতি এবং বিপুল সম্পদ অর্জনের অভিযোগে দুদক তদন্তে নেমেছে।
দুদকের এই হঠাৎ অভিযান নিয়ে ক্রিকেটপ্রেমী এবং সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তদন্তের অগ্রগতি নিয়ে নতুন তথ্য জানা গেলে তা পরবর্তীতে জানানো হবে।