আগস্টে বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক : আগামী আগস্টে বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল। দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে তুমুল লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে ক্রিকেট দুনিয়া।
ভারতীয় দল ১৩ আগস্ট ঢাকায় পা রাখবে। এরপর ১৭ আগস্ট শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচ, যা অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ আগস্ট, একই ভেন্যুতে। শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট, চট্টগ্রামের বন্দরনগরীতে।
ওয়ানডে সিরিজ শেষে ২৬ আগস্ট থেকে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে ২৮ এবং ৩০ আগস্ট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
বিশেষত, এটি একটি ঐতিহাসিক সিরিজ, কারণ বাংলাদেশে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ এবং ভারত। বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন এই সিরিজটি নিয়ে বিশেষ আশাবাদী, এবং ক্রিকেটপ্রেমীদের কাছে এক স্মরণীয় অভিজ্ঞতা হতে চলেছে বলেই তিনি মনে করছেন।
ক্রিকেটবিশ্বের এই জমজমাট লড়াইয়ের অপেক্ষা করতে হবে শুধু কয়েকটি দিন। তবে এটি স্পষ্ট যে, মাঠে নামার আগেই সিরিজটি ইতিমধ্যেই উত্তেজনার শীর্ষে পৌঁছেছে।