খান ব্রাদার্সের সর্বোচ্চ দরপতন

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ২৫৫ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৫ এপ্রিল) খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৩ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৫৮ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ৩৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এসকে ট্রিমস।
এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এস্কয়ার নিট, এস.এস স্টিল, মিথুন নিটিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, এমবি ফার্মা, সাফকো স্পিনিং এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।