আজ: রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ইং, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার |

kidarkar

পুঁজিবাজারে নতুন কোম্পানি আনতে নীতিমালায় পরিবর্তন জরুরি: আইসিবি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে নতুন কোম্পানির অংশগ্রহণ বাড়াতে নীতিমালায় পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। তিনি বলেন, “যদি কোম্পানিগুলোকে যথাযথ সুবিধা দেওয়া হয়, তবে তারা ব্যাংক ঋণের উপর নির্ভর না করে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করবে। এতে করে সাধারণ বিনিয়োগকারীরাও লাভবান হবেন।”

মঙ্গলবার (১৫ এপ্রিল) আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড আয়োজিত বৈশাখী গ্রাহক মেলা ‘নতুন বছর নতুন আশা, শুরু হোক সাফল্যের গল্প গাঁথা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল হুদা, জিসকা ফার্মার এমডি আমিনুল ইসলাম খান এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও মাজেদা খাতুনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা ও বিনিয়োগকারীরা।

অধ্যাপক আবু আহমেদ আরও বলেন, “সরকারকেই এগিয়ে এসে পলিসি সংস্কারের মাধ্যমে কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার পথ সহজ করতে হবে। আইপিওতে আসতে আগ্রহী কোম্পানিগুলোর চাহিদা ও প্রতিবন্ধকতা চিহ্নিত করে সমাধান দিলে, দেশি-বিদেশি বড় কোম্পানিগুলোর বাজারে আসার সম্ভাবনা অনেক বাড়বে।”

তিনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, “পুঁজিবাজারে বিনিয়োগের আগে ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। গুজবে কান দিয়ে কিংবা অন্যের কথায় ভিত্তিহীনভাবে বিনিয়োগ করে গ্যাম্ব্লিং এর ফাঁদে পড়লে ক্ষতির সম্ভাবনাই বেশি। প্রকৃত বিনিয়োগকারী হিসেবে সততা ও ধৈর্য্যই সবচেয়ে বড় সম্পদ।”

আইসিবির এমডি নিরঞ্জন চন্দ্র দেবনাথ বলেন, “পুঁজিবাজার আমাদের অর্থনীতির বড় অংশ হলেও নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। তবে সরকার ইতোমধ্যেই বাজার সংস্কারে নানা ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে। টাস্কফোর্স গঠনসহ নানাবিধ পদক্ষেপ বাজারের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করবে বলে আমরা আশাবাদী।”

তিনি বিনিয়োগকারীদের ট্রেডিং মোড থেকে সরে এসে ইনভেস্টমেন্ট মোডে যাওয়ার পরামর্শ দেন। “পুঁজিবাজারেও অন্য ব্যবসার মতোই ওঠানামা থাকবে—এই বাস্তবতা মেনে নিয়েই এগোতে হবে,” বলেন তিনি।

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও মাজেদা খাতুন বলেন, “পুঁজিবাজারের উন্নয়নে মার্চেন্ট ব্যাংকগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। অথচ অনেক ক্ষেত্রেই এ খাতটি অবহেলিত। ভালো মানের সিকিউরিটিজ আনতে হলে মার্চেন্ট ব্যাংককে গুরুত্ব দিতে হবে।”

তিনি জানান, আইসিবিএমএল একটি নতুন বিনিয়োগ পণ্য ‘টিআইপি’ চালু করেছে, যেখানে মাত্র ১,০০০ টাকা থেকেই বিনিয়োগ শুরু করা যায়। এই পণ্যে থাকছে কর-ছাড় সুবিধাও। “একটি এক্সপার্ট টিম দ্বারা পরিচালিত এই প্রোডাক্টের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে সহজে বিনিয়োগের সুযোগ করে দিতে চাই,” বলেন তিনি।

৩ উত্তর “পুঁজিবাজারে নতুন কোম্পানি আনতে নীতিমালায় পরিবর্তন জরুরি: আইসিবি চেয়ারম্যান”

  • Anonymous says:

    তুই একটা ছাগলের তিন নম্বর বাচ্চা। বাটপার কোথাকার।

  • কাজী আবদুল্লাহ আল ফারুক। says:

    আবু আহমেদ একটা বাটপার। অযোগ্য অপদার্থ অথর্ব লোক। এর পদত্যাগ দাবি করছি।

  • আমির says:

    এই শালায় নীতিমালা করতে করতে বছর পার করলো কিন্তু তার নীতিমালা আর আলোর চোখ দেখে না, ছাগল দিয়ে হালচাষ করলে যা অবস্থা তাই হচ্ছে এখন পুঁজিবাজারে, সকল অপদার্থ গুলো এনে জমা করেছে বাজার ধংশ করার জন্য, একটা কথা সুস্পষ্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর পুরো ব্যাংকিং ব্যাবস্থার আমুল পরিবর্তন করে একটা স্থিতিশীল জায়গায় আনতে পারলে কেন পুঁজিবাজারে সম্ভব নয়, এই রাশেদ মাকসুদ যেই ব্যাংকে গিয়েছে ওখান থেকেই ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, শেষ এনআরবিসি ব্যাংকে অনিয়মের জন্য সে দুদকের মামলার আসামী। একে দিয়ে বাজার ধংশ ছাড়া আর কিছুই আশা করা যায় না।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.