আজ: শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ইং, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার |

kidarkar

এসকিউ ব্রোকারেজের বিরুদ্ধে বিএসইসির তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে শেয়ার লেনদেন কার্যক্রম পরিচালনার জন্য দীর্ঘদিন আগেই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক/টিআরইসি) গ্রহণ করেছিল এসকিউ ব্রোকারেজ হাউজ লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর-৩০৮)। তবে নির্ধারিত সময়সীমার মধ্যেও প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করতে ব্যর্থ হওয়ায় বিষয়টি তদন্তে নেমেছে নিয়ন্ত্রক সংস্থা।

আইন অনুযায়ী, ট্রেক সার্টিফিকেট ইস্যুর ছয় মাসের মধ্যে স্টক-ডিলার ও স্টক-ব্রোকার হিসাবে কার্যক্রম শুরু করা বাধ্যতামূলক। এসকিউ ব্রোকারেজ এই বিধান অমান্য করায় বিএসইসি ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ট্রেক) বিধিমালা, ২০২০’-এর ৭(১) ধারা অনুসারে তদন্তের সিদ্ধান্ত নেয়। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর সেকশন ২১ এবং কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ১৭(ক) অনুযায়ী তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিতে রয়েছেন—বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান এবং শহীদুল ইসলাম। এই কমিটিকে আদেশ জারির তারিখ থেকে ৬০ দিনের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করে কমিশনে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটি এসকিউ ব্রোকারেজ লিমিটেড নির্ধারিত সময়ে কেন ব্যবসা শুরু করতে পারেনি, সেই কারণগুলো যাচাই করবে। পাশাপাশি, ব্যবসা শুরুতে ব্যর্থতার প্রকৃত কারণ, প্রদত্ত তথ্যের যথার্থতা এবং অন্য কোনো প্রাসঙ্গিক বিষয় থাকলে তা চিহ্নিত করার দায়িত্বও থাকবে তাদের ওপর।

বিএসইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, “বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কমিশন ব্রোকারেজ হাউজগুলোর কার্যক্রমে কোনো অসঙ্গতি রয়েছে কি-না, তা খতিয়ে দেখছে। প্রয়োজনে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে।”

প্রসঙ্গত, পূর্ববর্তী সরকারের সময় অনেক ব্রোকারেজ হাউজের অনিয়ম থাকলেও কার্যকর ব্যবস্থা নেয়নি তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন নতুন কমিশন বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দৃঢ় অবস্থানে রয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.