পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর বৈঠক বুধবার

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের টেকসই উন্নয়ন ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাঠামোগত শক্তিশালীকরণের লক্ষ্যে বাজার সংশ্লিষ্ট ১০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির সভাপতি ড. আনিসুজ্জামান চৌধুরী।
আগামীকাল বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এটি পুঁজিবাজার উন্নয়ন বিষয়ে গঠিত সরকারি কমিটির তৃতীয় আনুষ্ঠানিক সভা, যার সভাপতিত্ব করবেন ড. আনিসুজ্জামান চৌধুরী।
সভায় উপস্থিত থাকবেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ। এছাড়া কমিটির সদস্য হিসেবে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. সাদেকুল ইসলাম এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (বিমা ও পুঁজিবাজার অনুবিভাগ) মো. সাঈদ কুতুব।
বৈঠকে অংশগ্রহণের জন্য পুঁজিবাজার সংশ্লিষ্ট ১০টি প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসি, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডস, দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), অ্যাসোসিয়েশন অব ক্রেডিট রেটিং এজেন্সিজ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)।
বিএসইসি থেকে পাঠানো আমন্ত্রণপত্রে বলা হয়েছে, এই সভায় উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়মতো উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১৭ মার্চ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিএসইসিকে আরও কার্যকর এবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে একটি চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃত্বে আছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।
বৈঠক ছলিতেছে, চলবে। আমরা শেষ হইয়া যাইব।
বৈঠক চলবে আমরা নি:শেষ হইয়া যাইব।