আজ: রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ইং, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ এপ্রিল ২০১৬, রবিবার |

kidarkar

আরএন স্পিনিংয়ের আপিলের শুনানি আজ

RN_spiningশেয়ারবাজার রিপোর্ট: আরএন স্পিনিং মিলস লিমিটেডের রাইট ইস্যু সংক্রান্ত মামলার রায়ের আপিলের শুনানি আজ রোববার অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এ প্রসঙ্গে কোম্পানির এক শীর্ষ কর্মকর্তা শেয়ারবাজারনিউজ ডটকমকে জানান, ৩ এপ্রিল (রোববার) রাইট ইস্যু সংক্রান্ত মামলার রায়ের আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পাশাপাশি আপিলের রায়ের দিনও ধার্য হতে পারে বলে জানান তিনি।

এর আগে, রাইট শেয়ার নিয়ে জালিয়াতি করার অভিযোগে ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর আরএন স্পিনিংয়ের উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি, হস্তান্তর, বন্ধক ও উপহার দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এ নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে রিট আবেদন করে কোম্পানির পরিচালকরা। মামলার রায় কোম্পানির পক্ষে এলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর বিরুদ্ধে আপিল করে।

উল্লেখ্য, মামলার কারণে ২০১১ সালের পর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়নি। আলোচিত বছরগুলোর জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণাও করতে পারেনি কোম্পানিটি।

শেয়ারবাজারনিউজ/মু/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.